বেনজেমার চোট স্বস্তি এনে দিল কোচ জিদানকে!

মৌসুমের শুরুর দিকেই একবার চোটে পড়েছিলেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডের সেই চোট রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে ফেলে দিয়েছিল বড় এক শঙ্কার মধ্যে। সময়ের চাকা ঘুরে মাস চারেকের ব্যবধানে সেই বেনজেমা চোটে পড়েছেন আবারও। তবে এবার উল্টো শঙ্কা মুছে দিয়ে জিদানকে এনে দিল স্বস্তি!

সত্যিই তাই। যারা স্প্যানিশ লা লিগার খরব নিয়মিত রাখেন, তাদের কাছে জিদানের এই স্বস্তি পাওয়ার কারণটা স্পষ্টই। মৌসুমের শুরুর দিকের চোট কাটিয়ে মাঠে ফিরলেও বেনজেমাকে ঘিরে ধরে দুঃসময়। গোল করাই ভুলে যান ফরাসি তারকা!
লিগে ১২ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ২টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ৫ গোল। তবে ম্যাচের পর ম্যাচ গোল করতে ব্যর্থ হলেও স্বদেশি বেনজেমার উপরই আস্থা রেখেছেন কোচ জিদান। বাইরের চাপ সত্ত্বেও বেনজেমাকে খেলিয়েছেন শুরুর একাদশে। বলা যায়, জিদান একরকম জেদ করেই বেনজেমার উপর আস্থা দেখান।

কিন্তু বেনজেমা কোচের সেই আস্থার প্রতিদান দিতে চরম ব্যর্থ। খোদ রিয়াল সমর্থকরাই ম্যাচের পর ম্যাচ দুয়ো দিয়েছে তাকে। তারপরও সেই বেনজেমার উপরই আস্থা রাখায় কোচ জিদানের প্রতি অসন্তুষ্ট রিয়াল সমর্থকরা।
সেই অসন্তুষ্টির প্রতিক্রিয়ায় কোচ জিদানকেও দুয়ো দিয়েছেন সমর্থকরা! সর্বশেষ গত ২৩ ডিসেম্বর এল ক্লাসিকোতে বেনজেমা-জিদান, দুজনকেই দুয়ো দেন রিয়াল সমর্থকরা। বেনজেমার পরিবর্তে মার্কো এসেনসিওকে শুরুর একাদশে নামানোর দাবিও তুলেন তারা।

এই অবস্থায় বেনজেমার চোট পাওয়াটা খুশিই করেছে রিয়াল সমর্থকদের! স্বস্তি পেয়েছেন জিদানও। কারণ, ফর্মখরা সত্ত্বেও ‘জেদে’র বসে বেনজেমাকে খেলানোর সমালোচনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন জিদান।

মার্কা জানিয়েছে সম্প্রতি পাওয়া নিতম্বের চোটের কারণে বেনজেমাকে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে জিদানকে এখন বাধ্য হয়েই বেনজেমার বিকল্প পথে হাঁটতে হবে। ফলে বেঁচে গেলেন সমালোচনার তোর থেকে। তাকে না খেলানো নিয়ে বেনজেমাও মন খারাপ করতে পারবেন না। আবার তাকে খেলানোর ‘অপরাধে’ সমর্থকরাও দুয়ো-সমালোচনা করতে পারবেন না। মুখে যতই ভরসার কথা বলুন, বেনজেমার চোটে ভেতরে ভেতরে সত্যিই স্বস্তি পেয়েছেন জিদান!

আজকের বাজার: সালি / ০২ জানুয়ারি ২০১৮