বেনাপোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী নিহত

বেনাপোলের ছোট আচড়া মাঠে ‘বন্দুকযুদ্ধে’ আবু বাক্কর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শনিবার ভোররাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত আবু বাক্কর বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ভোরে স্থানীয় কৃষকরা কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে নিহতের স্ত্রী সাফিয়া খাতুন সাফি জানান, তার স্বামী আবু বাক্কর একজন ট্রাক হেলপার। গত ১৭ অক্টোবর পুলিশ পরিচয়ে একদল লোক তাকে যশোরের আর এন রোড এলাকা থেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ দেখে সনাক্ত করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিমের ভাষ্য, ‘নিহত আবু বাক্কর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেনাপোল ও শার্শা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে ১২টি মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়েছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে। না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

আজকের বাজার/এমএইচ