বন্দর থানার সাদিপুর সীমান্ত থেকে রবিবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণালংকার জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি।
তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ইমিটেশন স্বর্ণালংকার পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচার হওয়া পণ্য রেখেই পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে বিপুল পরিমাণ ইমিটেশন স্বর্ণালংকার জব্দ করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, আনুমানিক আট লাখ ৪৫ হাজার টাকা মূল্যের জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টম হাউস গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র – ইউএনবি