বেনাপোল সীমান্ত থেকে ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার ( ২০ জুলাই) সকালে যশোর-বেনাপোল সড়কের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানার জগদিপোতা গ্রামের হিরা চাওয়ের ছেলে সুজির চাও (৩৫) ও কলকাতার হাওড়া থানার ১৮০/৪ আইসি বসু রোডের রাম প্রদারামের ছেলে সদানন্দ (৫৫)।
বিজিবি জানায়, ঢাকা-বেনাপোলগামী একটি পরিবহনণে কয়েকজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে- এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। সে সময় সন্দেহভাজন ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।
উল্লেখ্য তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
বেনাপোল আমড়াখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এসএম/