শুক্রবার(৮জুন) তাকে বেনাপোল চেকপোস্ট থেকে আটক করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডিসি সাইফুর রহমান , এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক রঞ্জন সাহা (৩৫) কলকাতার বেহেলা বলোকার অনিল সাহার ছেলে।
ডিসি সাইফুর জানান, ‘বেনাপোল কাস্টম চেকপোস্ট ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় রঞ্জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।
পরে তার শরীরে তল্লাশি চালানো হলে প্যান্টের বেল্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছোট ছোট বেশ কয়েকটি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫০ গ্রাম।’
ডিসি সা্ইফুর আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/এসএম