বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ডলার ও দুটি রেডমি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
আটক লাইলী খাতুন (২৮) মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমানের মেয়ে। যার পাসপোর্ট নং ০২৭৫১৭০।
বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার তৃপ্তি রায় জানান, ভারত থেকে এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্টে অভিযান চালিয়ে লাইলী খাতুন নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও তার কাছে থাকা দুটি মোবাইল সেট জব্দ করা হয়।
জব্দকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ