ভারতে পাচারকালে বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে পাঁচ কেজি (৪০ পিস) সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক সজিব হোসেন (২২) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাত মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।
শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় মোটরসাইকেলযোগে সোনাগুলো বিশেষ কায়দায় শরীরে বেঁধে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা মোটরসাইকেল ও সোনাসহ তাকে আটক করে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে সজিব হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ‘বিশেষভাবে ফিটিং অবস্থায়’ ৪০টি সোনার বার জব্দ করা হয়। এসময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, সজিব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ