বেনাপোলে ৬ লাখ ভারতীয় রুপিসহ পাচারকারীকে আটক

যশোরের বেনাপোল সীমান্ত থে‌কে ৬ লাখ ভারতীয় রুপিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওউ পাচারকারীর নাম আব্দুস ছামাদ। সে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (১৬ মে) সকালে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছামাদ সীমান্ত পথে ভারত থেকে রুপিগুলো নিয়ে আসছিলো। এ সময় সংবাদ পেয়ে বেনাপোল-গাতিপাড়া সড়কে অভিযান চালিয়ে ৬ লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রাসেল/