ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলকায় ৮টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার সকাল ৯টার দিকে রবিউল ইসলাম জামিল (৩৫) নামে ওই সোনা ‘পাচারকারীকে’ আটক করা হয়।
বিজিবি আমড়াখালি ইনচার্জ হাবিলদার সফিকুল ইসলাম জানান, জামিল ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার চালান নিয়ে নাভারন থেকে মাহেন্দ্রযোগে বেনাপোল আসছে এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি চেকপোস্টে গাড়িটি থামিয়ে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত প্যান্টের বেল্টের ভেতর থেকে ৮টি সোনার বার পাওয়া যায়।
আটক জামিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান সফিকুল ইসলাম।ইউএনবি
আজকের বাজার/লৎফর রহমান