বেনাপোল দিয়ে মটরপার্টস আমদানি বন্ধ

ব্যবসায়ীদের বিআইএন লক করে দেয়ায় বেনাপোল বন্দর দিয়ে মটরপার্টস আমদানি বন্ধ করেছে কর্তৃপক্ষ ।

ব্যবসায়ীদের বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার-বিআইএন লক করে দেয়ায় ভারত থেকে পণ্য আনতে পারছেন না দুইশ’রও বেশি মটরপার্টস আমদানিকারক।তবে অন্য সব পণ্যই আসছে আগের মতোই।

রাজস্ব বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরগুলোর ভ্যাট রিটার্ন দাখিল না করায় বিআইএন লক করা হয়েছে। বন্ধ রয়েছে এলসি খোলাও।

মটরপার্টস ব্যবসায়ী সমিতির দাবি, ঢাকায় প্রতিটি বিল অব এন্ট্রিতে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে বিআইএন খুলে দেয়া হচ্ছে। যশোরেও একই সুবিধা চান তারা।

রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শওকাত হোসেন জানান, গেলো বছরের ভ্যাট পরিশোধ না করায় যশোর অঞ্চলে ১৬’শ ব্যবসায়ীর বিআইএন বন্ধ করে দেয়া হয়। অনেকেই তার আংশিক পরিশোধ করে তা আবার চালু করেছেন। বাকীদের জন্যও একই সুযোগ রয়েছে।

১৯৯১ সালের ভ্যাট আইনে ৪ শতাংশ ভ্যাট আদায় করে তার রিটার্ন দাখিল করার বিধান রয়েছে। সে নিয়ম ভাঙ্গার কারণেই বিআইএন বন্ধ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আজকের বাজার/আরজেড