বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, সকালে গোডাউন খুলতেই ভেতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নিভানো গ্যাস এনে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ বন্দর উপ-পরিচালক আব্দুল জলিলের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা করেছে। ওই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাসের ধারণা কেমিক্যালের বিক্রিয়ায় থেকে আগুন লাগার ধারণা করছেন তিনি।
বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে জানিয়ে বন্দর পরিচালক জানান, আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তদন্ত প্রতিবেদন দিলে বিষয়টি বোঝা যাবে।
আজকের বাজার/লুৎফর রহমান