বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে অগ্নিকাণ্ড

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে বেনাপোল স্থল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে আগুন লাগে।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান জানান, রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বেনাপোল বন্দরের ১০ নম্বর গেটের ভারতীয় ট্রাক টার্মিনাল শেডে আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়লে আমদা‌নিকৃত পণ্যের ট্রাকের আগুন লা‌গে।

তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে বেনা‌পোল ও ঝিকরগাছার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গা‌ড়ি‌তে থাকা তুলা, সুতা, পেপার, এবং মোটর সাইকেলের ক‌য়েক‌টি কার্টন পু‌ড়ে যায়।

আরজেড/