বেনাপোল সীমান্তে পাওয়া এই কিশোরীটি কে?

যশোরের বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের এমপি মোড় থেকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।

স্থানীয় যুবক আশরাফ আলী বলেন, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সীমান্ত এলাকায় একা বসে থাকতে দেখে পাচারের সন্দেহ হয়। এ সময় তারা মেয়েটির কাছে নাম ঠিকানা জানতে চায়। কিন্তু সে সঠিকভাবে পরিচয় না দিতে পারায় নিরাপত্তার কথা ভেবে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, মেয়েটি জানিয়েছে তার বাড়ি ভারতের বনগাঁ এলাকায়। মেয়েটির ছবি ও তার দেয়া তথ্য দিয়ে বিষয়টি পেট্রাপোল থানাকে জানানো হয়েছে রাতেই। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মেয়েটি আপাতত তাদের হেফাজতে আছে। মেয়েটির অভিভাবক পেলে তার হাতে তুলে দেয়া হবে।

আর কোনো অভিভাবক না পাওয়া গেলে কোনো এনজিও সংস্থার কাছে তাকে তুলে দেওয়া হবে বলে জানান ওসি ফিরোজ উদ্দীন।

আজকের বাজার/একেএ