বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে শনিবার দুপুরে ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবির ডেপুটি কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, ধান্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ