দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ৪০ ট্রাক পচনশীল পণ্য এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, আমদানি করা পণ্যের মধ্যে পেঁয়াজ, ডালিম, পান ও মাছ রয়েছে। রাতে কিছু পণ্য খালাশ হলেও শুক্রবার সকালে অধিকাংশ পণ্য খালাশ হয়ে ঢাকার উদ্দেশে চলে গেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন জানান, দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ধীরে ধীরে বন্দরে আমদানি বাণিজ্য স্বাভাবিক হচ্ছে। দ্রুত যাতে আমদানিকারক তার পণ্য খালাস নিতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।’
করোনাভাইরাস প্রাদুর্ভাবে গত ২২ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে ৭ জুন সাধারণ পণ্যের আমদানি শুরু হলেও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্যের আমদানি বন্ধ ছিল।