বেনোনিতে মুশফিকদের প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার

সিরিজ খেলতে মুশফিকুর রহিমরা এখন সাউথ আফ্রিকায়। মূল সিরিজ শুরুর আগে আপাতত অনুশীলনেই সময় কাটাচ্ছেন তারা। অনুশীলনের অংশ হিসাবে ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বেনোনির উইলোমুর পার্কে ২১ সেপ্টেম্বর শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রস্তুতি ম্যাচ শেষে পোচেফস্ট্রুমে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর থেকে। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

সবশেষে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ব্লোয়েমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। আর পোচেফস্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

আজকের বাজার : এলকে/এলকে ২০ সেপ্টেম্বর ২০১৭