ঢাকাই চলচ্চিত্রের সেনসেশনাল নায়িকা ববি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। তার এই নতুন ছবির নাম ‘বেপরোয়া’। ছবিতে ববির বিপরীতে রয়েছেন রোশান।
রোববার ২৭ আগস্ট রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। পরিচালনা করবেন কলকাতার রাজা চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের শুরুতে বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি সদ্য প্রয়াত কিংবদন্তি নায়ক নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হবে।
ববি বলেন, ‘আমার ক্যারিয়ারে আরও একটি ভালো ছবি হতে যাচ্ছে এটি। সব সময় চেষ্টা করছি ভালো কিছু করার। আশা করছি ছবিটি দেখে দর্শকরা নিরাশ হবেন না।
আজকের বাজার: আরআর/ ২৮ আগস্ট ২০১৭