বোর্ডের সাথে অঘোষিত দ্বন্দ্বে জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়েছে অল্প সময়ে। ঘরোয়া লিগগুলোয় খেললেও কেভিন পিটারসেনের বর্তমান সময় কাটে আমোদপ্রমোদেই। তবে এবার সেই আমোদপ্রমোদই কাল হয়ে দাঁড়িয়েছে তারকা ক্রিকেট ব্যক্তিত্বের জন্য।
পিটারসেন এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানেই অবসর সময় কাটানোর জন্য গলফ খেলছিলেন। তবে অপরাধটা বিখ্যাত ক্রিকেটার গলফ খেলে করেননি, করেছেন গলফের বল বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় ঢুকিয়ে দিয়ে!
গায়ের জোরে জীবনে অনেক বল সীমানা ছাড়া করেছেন। তবে এবার পিটারসেন ছাড়িয়ে গেছেন সীমাবদ্ধতার সীমানা! গলফ খেলতে গিয়ে পিটারসেনের জোরালো শট বলকে আছড়ে ফেলে জেনেভা বিমানবন্দরে। আকস্মিক ঘটে গেলেও গুরুতর এমন অপরাধে ছাড়া পাননি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিকেটার। তাকে আটক করে নিয়ে যাওয়া হয় জেলহাজতে।
হাজতবাসের কথা পিটারসেন জানিয়েছেন নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি সংযুক্ত করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে- বদ্ধ একটি রুমে আটক অবস্থায় আছেন এই তারকা। ছবির সাথে লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’
২০১৩ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার পর পিটারসেনের জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করেন দলটির নির্বাচকরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার নাগরিক পিটারসেন এখন চেষ্টা করছেন প্রোটিয়াদের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার।
আজকের বাজার : সালি / ১১ সেপ্টেম্বর ২০১৭