বেরোবিতে ফেন্সিং ক্লাবের যাত্রা শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফেন্সিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ঢাকায় বাংলাদেশ ফেন্সিং এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফেন্সিং ক্লাবের অনুমোদন দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এই ফেন্সিং ক্লাবের সভাপতির দায়িত্ব পান ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানকে।

দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একমাত্র প্রতিষ্ঠান যারা প্রথম বাংলাদেশ ফেন্সিং এ্যাসোসিয়েশনের ফেন্সিং ক্লাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত কমিটি গঠন করার মধ্যদিয়ে এই ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

আরএম/রাসেল/