বেলগোরোড অঞ্চলে ড্রোন হামলায় ৪ জন আহত

রাশিয়ার সীমান্তরেখা বেলগোরোড অঞ্চলের পোচায়েভো গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় আহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গভর্নর গ্ল্যাডকভ তার টেলিগ্রাম চ্যানেলে এ কথা জানিয়েছেন। খবর তাসের।
এরআগের খবরে সেখানে হামলায় তিনজন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
গ্ল্যাডকভ বলেন, ‘গতকাল গ্রেইভোরন জেলায় ইউক্রেনের ড্রোন হামলায় যারা আহত হয়েছেন তাদের অবস্থা সম্পর্কে আমি আপনাদের হালনাগাদ তথ্য জানাতে চাই। সেখানে হামলায় দুর্ভাগ্যবশত আহতদের সংখ্যো বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় আহত আরেকজন বাসিন্দাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’