বেলগোরোদ থেকে ৩শ’ জনকে সরিয়ে নিয়েছে রাশিয়া

কিয়েভের হামলার কারণে রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী নগরী বেলগোরোদ থেকে প্রায় ৩০শ’ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। অঞ্চলের গভর্ণর সোমবার এ কথা বলেন।
বেলগোরোদ অঞ্চলের গভর্ণর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘বেলগোরোদের সাময়িকভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া প্রায় ৩শ’ বাসিন্দা, এই মুহূর্তে স্টারি ওস্কোল, গুবকিন ও কোরোচানস্কি জেলার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।’
খবর এএফপি’র।