বেলজিয়ান নগরী আনটুয়ার্পে নির্মাণাধীন একটি স্কুল ভবন আংশিক ধসার একদিন পর পাঁচ শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিখোঁজ সকলের হিসেবে মিলেছে।
বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকান্ডার ডি ক্রোকে সাথে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকীদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছে।
স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না। দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সকলেই নির্মাণ কোম্পানী ডেমোকো’র সাব কন্ট্রাক্টর।
বার্তা সংস্থা বেলগা’র খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।