বেলারুশকে উড়িয়ে ইউরোর মূল পর্বে জার্মানি

বেলারুশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জার্মানি। গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই ২০২০ সালের ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে তারা। নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে মূল পর্বে উঠেছে নেদারল্যান্ডসও।

‘সি’ গ্রুপ থেকে শনিবার রাতে নিজেদের মাঠে বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস। বরুশিয়া পার্কে বেলারুশের বিপক্ষে ৪১ মিনিটে প্রথম গোল পায় জার্মানি। সার্গেই গ্যাব্রির পাস থেকে জালে বল পাঠান মাথিয়াস গিনটার। বিরতির পর লিওন গোরেতকার গোল করলে ব্যবধান দ্বিগুণ করে জোয়াখিম লোর শিষ্যরা।

৫৫ মিনিটে টনি ক্রুসের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় জার্মানি। বেলারুশ ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা ফসকে যায় পেনাল্টি মিসে। উল্টো ৮৩তম মিনিটে ক্রুস আবারও বেলারুশের জালে বল পাঠান।

এ জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। আরেক ম্যাচে, নেদারল্যান্ডস-নর্দার্ন আয়ারল্যান্ড গোলশূন্য ড্র করে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ডাচরাও। ১৩ পয়েন্ট নিয়ে নদার্ন আয়ারল্যান্ড আছে টেবিলের তৃতীয় স্থানে। শেষ রাউন্ডে ডাচরা হেরেও গোলেও নর্দান আয়ারল্যান্ড তাদের স্পর্শ করতে পারবে না। কারণ মুখোমুখি লড়াইয়ে নেদারল্যান্ডস এগিয়ে আছে ৩-১ গোলে।

আজকের বাজার/আরিফ