বেলারুশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করবেন।
লুকাশেঙ্কো বর্তমানে রাশিয়া সফর করছেন। তিনি শনিবার সন্ধ্যায় রাশিয়া সফরে আসেন।
ক্রেমলিনের প্রেস সার্ভিস বলেছে, উভয় নেতা কৌশলগত অংশীদারিত্বে দুদেশের সম্পর্কের আরো উন্নয়ন নিয়ে কথা বলবেন।
মিনস্কের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, পুতিন বরাবরই রাশিয়া ও বেলারুশের বিশেষ সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মিনস্ক মস্কোর কৌশলগত অংশীদার ও নিকটতম মিত্র।
উভয় নেতার মধ্যে বিভিন্ন ইস্যুতে নিয়মিতই যোগাযোগ হয়। ্চলতি বছর এটি তাদের ষষ্ঠ বৈঠক। আগের পাঁচটি বৈঠকও রাশিয়াতেই অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া প্রয়োজন হলেই তারা টেলিফোনে কথা বলেন।