বেলারুশে মঙ্গলবার রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের স্ফুটনিক ভি টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।
রাশিয়ার বাইরে দেশটির তৈরি এই টিকা ব্যবহারকারী প্রথম দেশ বেলারুশ ।
বেলারুশের জনসংখ্যা ৯৫ লাখ। দেশটিতে এক লাখ ৮৮ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার ৪শ’ জন।
বেলারুশের স্বাস্থ্য মন্ত্রী দিমিত্রি পিনেভিচ জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেয়া হবে তাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও শিক্ষক রয়েছে।
উল্লেখ্য, রাশিয়া প্রথম দেশ হিসেবে আগস্টে করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রিশানের ঘোষণা দেয়।