দেশের উভয় পুজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ২৮ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২১ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২০৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর২০১৭