পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রলোভন দেখিয়ে এক মেয়ে শিক্ষার্থীর কাছে চুমুর আবদার করেছে কলেজের অধ্যাপক।পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের মুম্বাইয়ের পূর্বাঞ্চলের ঘাটকোপার এলাকায় এ ঘটনা ঘটেছে।
১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, কলেজের অধ্যাপক তাকে পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রস্তাব দিয়ে একটি চুমু চেয়েছিলেন।গত ৮ মার্চ ওই শিক্ষার্থীকে অধ্যাপক এ ধরনের প্রস্তাব দিলেও তা আলোচনায় এসেছে শনিবার।
এঘটনায় শিক্ষার্থীর পরিবারের সদস্যরা পান্ত নগর পুলিশ স্টেশনে গিয়ে প্রতিবাদ জানান।
মুম্বাইয়ের পান্ত নগর পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক রোহিনী কাইল বলেন, আমরা ওই অধ্যাপকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজকের বাজার/আরজেড