অকাল বন্যায় দেশের হাওরাঞ্চলের ছয় জেলায় মোট দুই লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট আট লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার। শুক্রবার হাওর পরিস্থিতি নিয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে ক্ষয়ক্ষতির এই তথ্য তুলে ধরা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই তথ্যে দেখা গেছে, ছয় জেলার মধ্যে সব চেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে সুনামগঞ্জে। জেলার ১ লাখ হাজার ৪৩৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে সিলেট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে জেলার ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়নে মোট ২ লাখ ১২ হাজার ৫৭০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক শেষে কমিটির সদস্য সচিব ও মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ মহসীন এইসব তথ্য সাংবাদিকদের সামনেও তুলে ধরেন। ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুই হাজার ৮৬০টি বাড়ি সম্পূর্ণ এবং ১৫ হাজার ৩৪৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় জেলায় মোট ২১৩ দশমিক ৯৫ মেট্রিক টন মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে তিন হাজার ৯০২টি হাঁস ও চারটি মহিষ মারা গেছে।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী ৩১ জুলাই পর্যন্ত পরিবার প্রতি ৩০ কেজি চাল ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ছয় জেলায় তিন লাখ ৩০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে চাল, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/২৮এপ্রিল,২০১৭