উত্তর কোরিয়া মঙ্গলবার তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ অস্ত্র পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২২০০টা) উত্তর কোরিয়ার পশ্চিম সাগর অভিমুখে পরীক্ষা চালানো অজ্ঞাতনামা কয়েকটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।
জেসিএস বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধরন জানতে বিস্তারিত বিশ্লেষণ করে দেখছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসব ক্ষেত্রে ‘আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পাশাপাশি নজরদারি এবং সতর্কতা জোরদার করছে। তারা উত্তর কোরিয়ার কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’
সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয় পক্ষকে উত্তেজনা হ্রাস চুক্তি পরিত্যাগ করে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে।