যুক্তরাষ্ট্রের প্রথম বেসরকারী অ্যাস্ট্রোনাট মিশন শনিবার কক্ষপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে। এএক্স-১ কোডনামের মিশনটি শুক্রবার স্পেসএক্স’র ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার অব ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) থেকে পরিচালিত হয়।
একাধিক দেশের ৪ জন ক্রুর এই মিশনের নেতৃত্ব দেন। এরা হলেন যুক্তরাষ্ট্রের কমান্ডার মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়া এবং পাইলট ল্যারি কোনার, মিশন বিশেষজ্ঞ ইসরাইলের ইথান স্টিবে এবং কানাডার মার্ক প্যাথি। শনিবার ইস্টার্ন সকাল টাইম ৮:২৯ মিনিটে (০০২৯ জিএমটি) আটলান্টিক মহাসাগরের ২৬০ মাইল উপরে অবস্থানকালে স্পেসক্রাফটি মহাকাশ স্টেশনে নোঙ্গর করে। ১০ দিনের মিশনে ক্রুরা এখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান