জাতীয়করণের এক দফা দাবিতে গত ২১ জানুয়ারি থেকে অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলন শুরু করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আন্দোলনে এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ২০০ শিক্ষক। ৬ দিন অবস্থান ধর্মঘট পালন শেষে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শনিবার ৩ ফেব্রুয়ারি ছিলো আমরণ অনশনের অষ্টম দিন।
অসুস্থ শিক্ষকদের মধ্যে ৩৫ জন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক শিক্ষক। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই আবার যোগ দিয়েছেন আমরণ অনশনে।
জাতীয়করণের এক দফা দাবি আদায়ের সুনির্দিষ্ট কোন আশ^াস না পেলে আমরণ অনশন চালিয়ে যাওয়া হবে বলে জানান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন। তিনি আজকের বাজারকে বলেন, এখন পর্যন্ত আমাদের ২০০ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। প্রধানমন্ত্রীর একটি আশ^াসই পারে আমাদের রাজপথ থেকে ক্লাসে ফিরিয়ে নিতে।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু জাতীয়করণের জন্য যে সব শর্ত রয়েছে তা আমরা পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে।
আজকের বাজার : আরএম/সালি, ৩ ফেব্রুয়ারি ২০১৮