বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর  হয়নি।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা জামিন আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

জামিন না পাওয়া শিক্ষার্থীরা হলেন- ইফতেকার হোসাইন, শাখাওয়াত হোসাইন নিঝুম, সীমান্ত সরকার, আজিজুল করিম অন্তর, শিহাব শাহরীয়ার, সাবের আহমেদ উল্লাস, রাশেদুল ইসলাম, মো. হাসান, মুশফিকুর রহমান, রেদওয়ান আহমেদ এবং রেজা রিফাত আহমেদ। এছাড়াও অপর এক শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।

এর আগে গত ৯ আগস্ট দুই দিনের রিমান্ড শেষে ২২ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত।

তাদের মধ্যে গত রোববার চারজন এবং সোমবার আরো আটজন আবারো জামিনের আবেদন জানালে এবারো জামিন নামঞ্জুর করে আদালত।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ৬ আগস্ট বাড্ডা ও ভাটারা থানা পুলিশ তাদের আটক করে।

উল্লেখ, ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর থেকে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে আন্দোলন শুরু করে।ওই আন্দোলনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

আজকের বাজার/এমএইচ