নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৫ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন এবং ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজনের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে জামিন শুনানি করেন কবীর হোসাইন, আকতার হোসেন সোহেল, মাইদুল ইসলাম পলক প্রমুখ আইনজীবী।
শিক্ষার্থীরা বাড্ডা ও ভাটারা থানার দুই মামলায় গ্রেপ্তার হন। তাদের মধ্যে ৬ জন ভাটারা থানার এবং ১০ জন বাড্ডা থানার মামলার আসামি।
জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাসাদ মোর্তজা বিন আহাদ, সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাদ শাহরিয়ার, আজিজুল করিম অন্তর, মেহেদী হাসান, ফয়েজ আহমেদ আদনান ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় কারাগারে রয়েছেন।
এছাড়া নূর মোহম্মদ, জাহিদুল হক, ইফতেখার আহমেদ, মোহাম্মদ হাসান, রেদওয়ান আহমেদ, তারিকুল ইসলাম, এএইচএম খালেদ রেজা, রেজা রিফাত আখলাক, রাশেদুল ইসলাম এবং মুশফিকুর রহমানের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলনের নবম দিনে গত ৬ আগস্ট সাত বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত করা হয়। এসময় থেকে বেশ কয়েকবার জামিন আবেদন করা হলেও তাদের জামিন মঞ্জুর করা হয়নি।
আজকের বাজার/এমএইচ