চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সচিবালয়ে রবিবার (১৯ ফেব্রুয়ারি) ধর্মমন্ত্রী মতিউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। বেসরকারি হজযাত্রীদের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে। সরকারিভাবে হাজযাত্রী নিবন্ধনের কাজ গত ২০ জানুয়ারি শুরু হয়েছে।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে ও ১০ হাজার জন সরকারিভাবে হজে যেতে পারবেন। হজের কার্যক্রম পরিচালনায় এবার এ পর্যন্ত ১ হাজার ১১৮টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি এজেন্সি সর্বোচ্চ ১৫০ জনকে হজে পাঠাতে পারবেন।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হবে। জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় ও ঢাকায় হজ পরিচালকের অফিস থেকে হজের প্রাক-নিবন্ধন করা যাবে। প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদ), প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস-সংক্রান্ত কাগজপত্র, মোবাইল ফোন নম্বর, প্রয়োজন হবে।
গত ৩০ জানুয়ারি ‘হজ প্যাকেজ, ১৪৩৮ হিজরি/২০১৭ খ্রিস্টাব্দ’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।
সুত্র: দ্য রিপোর্ট