বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আগামী ৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, গত ২৬ জুলাই ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় আনার নির্দেশ দেয় হাইকোর্ট।
ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ২০১০ সালে ৪০ কোটি টাকা ঋণ অনুমোদনের ঘটনা ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয় হাইকোর্ট।
ওই ঋণ জালিয়াতির ঘটনায় আনা মামলায় এক আসামী শাহজাহান আলীর জামিন সংক্রান্ত বিষয়ে আনা দুদকের রিভিশন আবেদনের শুনানিকালে এ আদেশ দেয় হাইকোর্ট।
আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭