রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশিষ্ট ব্যাংকার মো. রফিকুল আলম।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে ব্যবস্থাপনা পরিচালক পদে রফিকুল আলমকে মনোনয়ন দেয়ার বিষয়টি জানানো হয়।
অর্থমন্ত্রণালয়ের একটি সূত্র জানায়,কেন্দ্রিয় ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে আগামী সপ্তাহে রফিকুল আলম বেসিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করবেন।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যাংকার রফিকুল আলম এর আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। এছাড়া তিনি অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।