রাষ্ট্রায়ত্ত্ব বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ আউয়াল খান।
তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
২৩ অক্টোবর সোমবার বিকালে বেসিক ব্যাংক পরিচালনা পষর্দের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এর আগে মুহম্মদ আউয়াল খানের নিয়োগপত্রে স্বাক্ষর করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেসিক ব্যাংকের বর্তমান এমডি খোন্দকার মো. ইকবালের মেয়াদ শেষ হয়।
ওই পদে নিয়োগের জন্য বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদকে আহবায়ক করে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।
এ কমিটির অন্য দুই সদস্য হলেন, বেসিক ব্যাংকের পরিচালক বেগম পরাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক।
এমডি পদে নিয়োগের জন্য সার্চ কমিটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তার নাম ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে।
এদের মধ্য থেকে তিনজনকে বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আউয়াল খানকে নিয়োগ দেওয়া হয়।
আজকের বাজার : এমএম / ২৪ অক্টোবর ২০১৭