বেসিসের সফটএক্সপোতে অংশ নিয়ে বেস্ট স্টল অ্যাওয়ার্ড পেয়েছে দেশের প্রথম ই-ওয়ালেট প্রতিষ্ঠান আইপে। শনিবার রাতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আইপের প্রতিনিধিদলে হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের হাত থেকে ৷
আইপে হলো বাংলাদেশে প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। সম্প্রতি আইপে তার বেটাফেজটি সম্পন্ন করেছে। এখন মার্কেট অপারেশনের জন্য এটি সম্পূর্ণরুপে প্রস্তুত। আইপে দৈনিক লেনদেনের জন্য একটি নিরাপদ পেমেন্ট সিস্টেম৷
‘ডিজাইনিং দ্য ফিউচার’ স্লোগানকে সামনে রেখে গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী সফটএক্সপো শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে এক্সপো-র আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই সফটএক্সপোতে এবার প্রায় দুইশ’ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়।
আজকের বাজার : এমআর/আরএম/২৫ ফেব্রুয়ারি ২০১৮