বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার নতুন করে ১৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে সোমবার এ সংখ্যা ছিল ১০৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ৪ হাজার ৯০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১২ হাজার ২৬৬ জন বাড়ি ফিরে গেছেন।
পাশাপাশি সরকারি হিসাব মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।
আজকের বাজার/লুৎফর রহমান