বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম

বা্ড়ছে ভারতীয় পেঁয়াজের দাম।প্রতি কেজিতে ৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন আড়তদাররা।

শুক্রবার বন্দরটি দিয়ে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ১৭ থেকে ১৮ টাকায়। যা দুদিন আগে ছিলো ১২ থেকে ১৩ টাকা।

সাপ্তাহিক ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, শবেবরাত ও মে দিবসকে কেন্দ্র করে পেঁয়াজের দাম বাড়ছে বলে মনে করে ব্যবসায়ী ও আড়তদাররা।

আড়তদাররা জানান,  এই বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে বন্দরে  আমদানি-রফতানিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ছুটিকে সামনে রেখে ভারতীয় রফতানিকারকরা এখন থেকেই পেঁয়াজ লোডিং কমিয়ে দিয়েছেন। ছুটি সামনে রেখে দেশীয় আমদানিকারকদের মধ্যেও পণ্যটি আমদানিতে আগ্রহ কমেছে।

এর জের ধরেই সরবরাহ কমে স্থানীয় পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে শবেবরাত সামনে রেখে অনেকেই দেশে উৎপাদিত পেঁয়াজ বেশি কিনছেন। ফলে সরবরাহের তুলনায় পণ্যটির চাহিদা বেশি থাকায় দাম বাড়তে শুরু করেছে।

আরজেড