বৈঠকে বসছে তুরস্ক, রাশিয়া ও ইরান

সিরিয়ায় চলমান সংঘাত নিয়ে তুরস্ক, রাশিয়া ও ইরান শীর্ষপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে। এ বিষয়ে বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে।

আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সিরিয়া সংকট ইস্যুতে আলোচনা করতে দুই দেশের প্রেসিডেন্টের আলোচনায় বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এরদোগান এবং পুতিন দুজনই বৈঠকে বসতে রাজি হয়েছে।

জানা গেছে, আগামি এপ্রিল মাসের ৩-৪ তারিখ তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে হতাহতের বিষয়ে তুরস্কের পক্ষ থেকে শোক প্রকাশ করে।

সিরিয়ার আফরিনে হুদি বিদ্রোহীদের উৎখাতে হামলা পরিচালনা করে আসছে তুরস্ক। আর এতে সহায়তা করছে রাশিয়া।

এস/