বাজেটে অর্থায়নের উৎস হিসেবে বৈদেশিক ঋণ ১১ দশমিক ৬ শতাংশ এবং বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে।
নতুন বাজেটে বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদান ছাড়া অর্থায়নের অন্যান্য উৎসের মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৫ দশমিক ১ শতাংশ দেখানো হয়েছে। এছাড়া কর ব্যতীত আয়ের প্রাপ্তি ৭ দশমিক ৮ শতাংশ; জাতীয় রাজস্ব বর্হিভুত কর ২ দশমিক ১ শতাংশ; জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৬২ শতাংশ দেখানো হয়েছে।
অর্থায়নের অন্যান্য উৎসের মধ্যে আরও রয়েছে- মূল্য সংযোজন কর ৩৬ দশমিক ৮ শতাংশ; আমদানি শুল্ক ১২ দশমিক ১ শতাংশ; আয়কর ৩৪ দশমিক ৩ শতাংশ; সম্পূরক কর ১৫ দশমিক ৫ শতাংশ এবং অন্যান্য ১ দশমিক ৩ শতাংশ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭