বৈদেশিক নীতির লক্ষ্যগুলো অর্জন করতে চান নতুন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বাস ও সার্বভৌমত্ব বজায় রেখে বৈদেশিক নীতির মূল লক্ষ্যগুলো অর্জনে সবার সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব চেয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার। আমাদের সবার কাছ থেকে সমর্থন ও সক্রিয় উদ্যোগ দরকার। বন্ধুপ্রতিম দেশগুলোর থেকেও আমাদের সহযোগিতা দরকার।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই তারা একটি দল হিসেবে কাজ করতে চান।

এসময় অন্যান্যের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয়ে স্বাগত জানানো হয়। এসময় সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ