বৈধ কাগজপত্র থাকার পরেও ফেরত পাঠানো হচ্ছে সৌদি প্রবাসীদের

বাংলাদেশের পক্ষ থেকে নানা কূটনৈতিক উদ্যোগ এবং দেন-দরবার সত্ত্বেও সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে পাঠিয়ে দেয়া অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও বেড়েছে। গত দুই দিনে কমপক্ষে ৩০১ জন শ্রমিককে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এ মাসের প্রথম দুই সপ্তাহে কমপক্ষে ১৮৬২ জনকে এবং এ বছরের প্রথম থেকে এ পর্যন্ত ২১ হাজার জনকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যারা ফেরত এসেছেন তাদের কেউ কেউ বলছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের ফেরত পাঠানো হয়েছে। যারা সৌদি আরবে গিয়েছিলেন তারা কমপক্ষে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে সেখানে গেছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এজন্য বাংলাদেশের রিক্রুন্টিং এজেন্টদের দায়ী করেছেন। পররাষ্ট্রমন্ত্রী নারী শ্রমিকদের সৌদি আরব প্রেরণে আরও কঠোরতা অবলম্বনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান