দেশে এতদিন স্বর্ণ স্মাগলিং হলেও এখন থেকে বৈধ পথে স্বর্ণ আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘বৈধ পথে ও আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানির এসব বিধান রেখে ‘স্বর্ণ নীতিমালা-২০১৮’ এর নীতিগত অনুমোদন করা হয়েছে।’
বুধবার (২৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এতদিন স্বর্ণ আমদানি হতো না, সব স্মাগলিং হতো। কোনোদিন এ দেশে স্বর্ণ আমদানি হয়নি।
এক প্রশ্নে জবাবে মুহিত বলেনন, স্বর্ণ আমদানির ক্ষেত্রে ট্যাক্স তেমন বেশি হবে না, তবে বাংলদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে।
এর আগে ‘স্বর্ণ নীতিমালা-২০১৮’ এর নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত কমিটি। এ নীতিমালায় স্বর্ণ আমদানিতে বন্ড সুবিধা থাকছে। স্বর্ণ আমদানি করে দেশের ভেতর অলঙ্কার বানিয়ে তা বিদেশে রফতানি উন্মুক্ত করতে এ সুবিধা দেয়া হচ্ছে। এ ধরনের রফতানিকারকদের নগদ প্রণোদনাসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমিও বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া অলঙ্কার তৈরি করে যারা দেশের মানুষের কাছে বিক্রি করবে, তারাও আমদানি করা স্বর্ণ ব্যবহার করতে পারবেন।
রাসেল/