লেবাননের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছেন, বৈরুত বন্দরে অগ্নিকান্ডের ঘটনা একটি ‘উদ্দেশ্যমূলক নাশকতা কর্মকান্ড’ অথবা একটি দুর্ঘটনা হতে পারে। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, ‘বৈরুত বন্দরের অগ্নিকান্ড উদ্দেশ্যমূলক নাশকতা কর্মকান্ড, যান্ত্রিক ত্রুটি, অজ্ঞতা বা অবহেলাজনিত কারণে হতে পারে। এ সকল ক্ষেত্রে আসল কারণ যতদ্রুত সম্ভব উদঘাটন করা প্রয়োজন এবং জড়িতদের পাকড়াও করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’ প্রেসিডেন্টের অফিস থেকে এ কথা জানানো হয়।