লেবাননের রাজধানী বৈরুত বন্দরে গত ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণে দেড় হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন বুধবার এ কথা বলেন।
স্পেনের রাজা ফিলিপের সাথে এক ফোন কলে প্রেসিডেন্ট জানান, বৈরুত বন্দরে বিস্ফোরণের পর প্রাথমিক হিসেবে জানা গেছে এতে ক্ষতির পরিমাণ ১৫শ’ কোটি ডলারেরও বেশি।
প্রেসিডেন্ট কার্যালয়ের টুইটার একাউন্টের এক বার্তায় এ কথা জানানো হয়।