বৈসাবি – সাংগ্রাই উদযাপন উপলক্ষ্যে তিন পাবর্ত্য জেলায় উৎসবের আনন্দ বিরাজ করছে।
বৃহস্পতিবার থেকে বৈসাবির তিনদিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিন চাকমা সম্প্রদায় নদীতে ফুল ভাসাবে। দ্বিতীয় দিন অতিথিদের আপ্যায়ন এবং তৃতীয় দিন অতিথিদের আপ্যায়নের পাশাপাশি বয়োজেষ্ঠ্যদের গোসল করিয়ে আর্শিবাদ নেয়া হবে।
আর মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হবে ১৪ই এপ্রিল।চলবে ১৬ই এপ্রিল পর্যন্ত।
এরই মধ্যে বৈসাবি ও সাংগ্রাই উৎসব উদযাপনে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। উৎসবকে ঘিরে দূর-দূরান্ত থেকে পর্যটকসহ অনেকেই ভিড় করছেন পাহাড়ে।
প্রতি বছরের মতো এবারও থাকছে মঙ্গল শোভাযাত্রা, বয়স্কপূজা, বুদ্ধপূজা আর জলকেলি উৎসবসহ চার দিনের অনুষ্ঠান।
এদিকে উৎসবকে ঘিরে স্থানীয় বার্মিজ মার্কেটের ছোট ছোট দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা।
আজকের বাজার/আরজেড