ভারতের সামনে হাতছানি ছিল হোয়াইটওয়াশের। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে সম্মান বাঁচানোর। কিন্তু রবিবার (২ ফেব্রুয়ারি) পঞ্চম ও শেষ ম্যাচেও হারে কিউইরা। ঘরের মাঠে কিউইদের এমন পারফম্যান্স ‘ফুলিশ’ ও ‘স্টুপিড’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। তার মতে বোকার মত ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড।
গতকাল নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘বোকার মতো ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। এই দলটি যেভাবে হারতে দেখলাম তাতে আর অন্য কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মনে হয়, নিউজিল্যান্ডের উচিত বল-প্রতি রান পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় তা শেখা। পাঁচ টি-টুয়েন্টির মধ্যে দুটো তারা টাই করেছিলো। আর শেষ ম্যাচে বল-প্রতি রানও প্রায় ছিলো না। অথচ, তার পরও তারা হেরে গেলো।’
সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টুয়েন্টি যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জেতে ভারত। পরের দুটিতে সুপার ওভারে নাটকীয় জয় তুলে নেয় সফরকারীরা। আর শেষ ম্যাচে ১৬৩ রানের পুঁজি নিয়ে জিতে যায় টিম ইন্ডিয়া। রোমাঞ্চকর এ জয়ে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে তারা।
আজকের বাজার/আরিফ