বোকা জুনিয়র্স থেকে আর্জেন্টাইন অনুর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার লিওনার্দো বালেরডিকে দলভূক্ত করেছে বরুসিয়া ডর্টমুন্ড।
কোপ লিবারেটেডোরসের ফাইনালিস্টদের হয়ে এবারের মৌসুমে মাত্র পাঁচটি লিগ ম্যাচে খেলেছেন এই সেন্টার ব্যাক। কিন্তু তাকে নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু ক্লাবের আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রমতে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বালেরডিকে দলে ভিড়িয়েছে বুন্দেসলিগা জায়ান্টরা। এ প্রসঙ্গে ডর্টমুন্ডের স্পোর্টিং পরিচালক মাইকেল জর্ক বলেছেন, ‘মূলত গ্রীষ্ম মৌসুমেই বালেরডিকে দলে ভেড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঐ সময় তা সম্ভব হয়নি। লিওনার্দো বেশ প্রতিভাবান সেন্টার-ব্যাক। সে বেশ আত্মবিশ^াসের সাথে রক্ষণভাগ সামাল দেয়। তার মধ্যে অপার সম্ভাবনা আছে। সে আমাদের ক্লাবকে বেছে নেয়ায় আমরা দারুন আনন্দিত। আশা করছি সে তার দক্ষতা দিয়ে ভবিষ্যতে ডর্টমুন্ডকে সহযোগিতা করতে পারবে।’
১৯ বছর বয়সী এই ডিফেন্ডার ডর্টমুন্ডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। আর তাকে দলে নিয়ে তরুন খেলোয়াড়দের প্রতিভা যাচাইয়ের সুযোগ দেবার ডর্টমুন্ডের যে অতীত ঐতিহ্য আছে তা আরো একবার প্রমানিত হলো।